আস-সুন্নাহ ট্রাস্ট এ আপনাকে স্বাগতম

প্রশ্নোত্তর

প্রশ্নঃ 1
আসসালামু আলাইকুম,। একজনের বাবা এবং বোন যেনায় জরিত ১৫ বছর যাবত সে দেখছে। তার বোনের পেটে তার বাবার একটা সন্তানও হয় সেটাকে তারা এবর্সন করে।তার বোনের বিয়ে হয়ে গেছে মেয়েও আছে এখন ও তারা বাবা মেয়ে যেনা করে৷ এটা সে জানে যে এটা কেউ জানে না। এখন সে কি তার পরিবার থেকে আলাদা থাকবে। একজন দ্বায়ী বলেছে তার পরিবার তার জন্য হারাম।তাকে চলে যেতে বলছে। কিন্ত সে তো বলতেছে তারা যায় করুক তাদের মাঝেই তো জান্নাত। তার পরিবারের সবাই প্রায় যেনাই লিপ্ত। তার বড় বোনের একটা মেয়ে আছে। হয়ত তার নানাই তার বাবা।
04 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। ঐ ব্যক্তি অবিলম্বে ঐ পরিবার ছেড়ে চলে যাবে। এই পাপিষ্ঠ পরিবারে থাকলে সেও পাপী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সে অন্য কোথাও বসবাস করবে। এবং প্রয়োজন ছাড়া তাদের সাথে যোগাযোগ রাখারও দরকার নেই।
প্রশ্নঃ 2
একদিন জুমার নামাজের সময় ইমাম সাহেব ভুল করেন, সাথে সাথে কিছু মুসল্লী তকবির দেয় এবং ইমাম সাহেব শেষ বৈঠকে সেজদাহে সাহু দিয়ে দিয়ে নামাজ শেষ করেন। কিন্তু সালাম ফিরানোর পরে কিছু মুসল্লী নামাজ দ্বিতীয় বার পড়তে জোর করে এবং ইমাম তাদের কথায় দ্বিতীয় বার নামাজ পড়ান। আমি দ্বিতীয় বার নামাজ পড়ি নাই।
04 Dec 2025
ভুল হলে সাজদায়ে সাহু দিলে নামায সহীহ হবে। সুতরাং নতুন করে আর পড়ার দরকার নেই। ইমাম সাহেবে সাথে জোরাজুরি করা ঠিক হয় নি।

কপিরাইট স্বত্ব © ২০২৫ আস-সুন্নাহ ট্রাস্ট - সর্ব স্বত্ব সংরক্ষিত| Design & Developed By Biz IT BD